2025-12-17
Ramnagar, Agartala,Tripura
দেশ

২০১৪ থেকে ২০২৫ সালে রেল দুর্ঘটনা কমেছে ৯০ শতাংশ: অশ্বিনী বৈষ্ণব

জনতার কলম ওয়েবডেস্ক:- রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত কয়েক বছরে নেওয়া একাধিক সুরক্ষা উদ্যোগের ফলে দেশে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে রেল দুর্ঘটনা প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।

মন্ত্রী জানান, দুর্ঘটনা প্রতিরোধে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘কবচ’ (Kavach) নামের স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই জটিল ব্যবস্থার মধ্যে পাঁচটি প্রধান সিস্টেম রয়েছে। ইতিমধ্যে ভারতীয় রেলওয়ে ৭,১২৯ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করেছে, ৮৬০টি টেলিকম টাওয়ার বসানো হয়েছে, ৭৬৭টি স্টেশনে স্টেশন ডেটা সেন্টার চালু হয়েছে এবং ৪,১৫৪টি লোকোমোটিভে কবচ ব্যবস্থার সংযোজন করা হয়েছে।

রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার পিছনে থাকা কাঠামোগত বা সিস্টেমগত ত্রুটির মূল কারণ খুঁজে বের করে তা সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব বলেন, নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় মোকাবিলায় ভারতীয় রেলওয়ের গোটা দল আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

আরেকটি সম্পূরক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে স্টেশন পুনর্গঠনের লক্ষ্যে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’ চালু করা হয়েছে। দ্রুত গতিতে এই কাজ এগোচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, এটি বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন পুনর্গঠন কর্মসূচি। চলমান ট্রেন চলাচলের মধ্যেই স্টেশন উন্নয়নের কাজ হলেও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহারাষ্ট্রের পালঘরে আসন্ন ভাধাবন বন্দর প্রকল্পের কারণে কার্যত একটি নতুন শহর গড়ে উঠছে। বিশ্বের বৃহত্তম বন্দরগুলোর একটি হতে চলা এই ভাধাবন বন্দরের সঙ্গে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সংযোগ স্থাপন করা হচ্ছে। পাশাপাশি মুম্বইয়ে নিরাপত্তার কথা মাথায় রেখে স্বয়ংক্রিয় দরজা বন্ধের ব্যবস্থা-সহ ২৩৮টি নতুন ট্রেন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service