2025-05-19
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

হো চি মিন এর ১৩৫ তম জন্মবার্ষিকী পালন সিপিআইএম রাজ্য কার্যালয়ে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিন এর ১৩৫ তম জন্মবার্ষিকী পালন করা হয় সিপিএম এর রাজ্য কার্যালয়ে। সোমবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ সংকর প্রসাদ দত্ত প্রাক্তন বিধায়ক রতন দাস, নারী নেত্রী কৃষনা রক্ষিত সহ দলের অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সবাই হো চি মিন এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান।

পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী বলেন, হো চি মিন ছিলেন ভিয়েতনামের মুক্তি আন্দোলনের পুরোধা। তিনি ভিয়েতনামের মাটিতে মার্কিন যুক্ত রাষ্ট্রকে পরাজিত করে দুই ভিয়েতনামকে সংযুক্তিকরণের পথ দেখিয়েছিলেন। ভিয়েতনাম এখন এশিয়া মহাদেশের এক অন্যতম শক্তিতে পরিণত হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service