জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশি অভিযানে উদ্ধার ৫০ গ্রাম হেরোইন ও আটক করা হয়েছে দুইজনকে । ধৃতরা হল সুমন্তনী নাথ এবং রাজু দাস।জানা গেছে বুধবার সকাল ১০ টা নাগাদ ধর্মনগর থানার ইন্সপেক্টর মমতাজ হাসিনার নেতৃত্বে ধর্মনগর থানাধীন টংগিবাড়ি ৩ নং ওয়ার্ডের সুমন্তনী নাথের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সাবান কেসে ৫০ গ্রাম হেরোইন বাড়ির ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে । সাথে বাড়ির মালিক সহ আসামের, সনবিল আনন্দপুরের বাসিন্দা পাচারকারী রাজু দাসকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।