জনতার কলম ওয়েবডেস্ক :- জুলাই গণ-অভ্যুত্থানের সময় সঙ্ঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরি আবদুল্লাহ আল-মামুন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার চৌধুরি আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন।
এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে এদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল-১। অপর দুই আসামি হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন আইজিপি চৌধুরি আবদুল্লাহ আল-মামুন। মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান ‘পলাতক’। চৌধুরি আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি দোষ স্বীকার করেছেন। আর অপরাধ সঙ্ঘটনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চৌধুরি আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে তাঁর দোষ স্বীকার করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে যে মানবতাবিরোধী অপরাধ সঙ্ঘটিত হয়েছিল, সেই অপরাধের সব তথ্য উদ্ঘাটনে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি ‘অ্যাপ্রুভার’ হতে চেয়েছেন। সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে।
Leave feedback about this