জনতার কলম ওয়েবডেস্ক :- নাগাল্যান্ড সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো যে হর্নবিল ফেস্টিভ্যাল ২০২৫-এর জন্য সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ডকে কান্ট্রি পার্টনার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সিদ্ধান্ত উৎসবটিকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক মঞ্চ হিসেবে আরও এক ধাপ এগিয়ে দিল। গতকাল নয়া দিল্লিতে পৃথক বৈঠকের পর এই দু’টি দেশের অংশীদারিত্ব চূড়ান্ত হয়।
সুইজারল্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব নিশ্চিত হয় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেউফিউ রিও এবং সুইস রাষ্ট্রদূত মায়া তিসাফির মধ্যে বৈঠকের পর। অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত তিসাফি আশা প্রকাশ করেন যে এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং বহু খাতে ভবিষ্যৎ সহযোগিতার পথ খুলে যাবে।
এদিকে মুখ্যমন্ত্রী রিও আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলির সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন এবং হর্নবিল উৎসবের আরেক কান্ট্রি পার্টনার হিসেবে আয়ারল্যান্ডের নাম ঘোষিত হয়। আয়ারল্যান্ডের অংশগ্রহণ উৎসবে যুক্ত করবে সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মসূচি—যার মধ্যে থাকবে লোকসংগীত, নাট্য পরিবেশনা, সাহিত্যিক অনুষ্ঠান, পাবলিক আর্ট ইনস্টলেশন এবং সংলাপ পর্ব।
রাষ্ট্রদূত কেলি বলেন, আয়ারল্যান্ডের এই অংশীদারিত্ব ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন। এর ফলে সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড যুক্ত হলো যুক্তরাজ্যের সঙ্গে, যা ইতিমধ্যেই হর্নবিল ফেস্টিভ্যাল ২০২৫-এর দেশ-সঙ্গী। আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও বৈচিত্র্যের প্রাণবন্ত উৎসব হিসেবে হর্নবিলের ক্রমবর্ধমান মর্যাদা আরও সুদৃঢ় হলো এই ঘোষণায়।





Leave feedback about this