2025-12-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্বদেশী অঙ্গীকারে জোর: কমলপুরে আলোচনাচক্রে অংশ নিলেন শিল্পমন্ত্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আত্মনির্ভর ভারত গঠন এবং স্বদেশী উৎপাদন বাড়াতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে সামনে রেখে বিজেপির বিভিন্ন সংগঠন জুড়ে চলছে সচেতনতামূলক প্রচার। তারই অংশ হিসেবে মঙ্গলবার কমলপুর নজরুল ভবনে “আত্মনির্ভর ভারত ও স্বদেশী অঙ্গীকার” শীর্ষক এক আলোচনাচক্রের আয়োজন করে ভারতীয় জনতা ওবিসি মোর্চার ধলাই জেলা কমিটি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ, ধলাই জেলা ওবিসি মোর্চার সভাপতি গোপাল সূত্রধরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্ত্রী সান্তনা চাকমা তার বক্তব্যে জাতীয়তাবোধ ও দেশাত্মবোধকে আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার স্বদেশী উৎপাদন বৃদ্ধি, ভারতীয় পণ্যের ব্যবহারে উৎসাহ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানান প্রকল্প বাস্তবায়ন করছে।”

তিনি আরও উল্লেখ করেন, মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার ক্ষেত্রে স্বসহায়ক দল গঠন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার চাইছে গ্রামীণ স্তর থেকে উঠে আসা উৎপাদকদের শক্তিশালী করে অর্থনীতিকে আরও মজবুত করতে।

অনুষ্ঠানে বক্তারা স্বদেশী শিল্প, ক্ষুদ্র উৎপাদন, স্থানীয় উদ্যোক্তা এবং কর্মসংস্থানের প্রসার নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service