2025-05-05
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

সোমবার থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এর মার্কশিট প্রদান শুরু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষ পর্ষদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেওয়া শুরু হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও মার্কশিট দেওয়া হবে। প্রথম দিনে দেখা যায় বিভিন্ন স্কুলের শিক্ষকরা প্রয়োজনীয় কাগজ দেখিয়ে নিজ নিজ স্কুলের ছাত্র ছাত্রীদের মার্কশিট নিয়ে যাচ্ছেন। যে সমস্ত ছাত্র ছাত্রীরা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে চায় তাদের আগামী ৮ মে এর মধ্যে আবেদন করতে হবে। আগামী জুন মাসের ১ কিংবা ২ তারিখের মধ্যেই বছর বাঁচাও এর পরীক্ষা শুরু হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্যদ এর সচিব দুলাল দে।

এবছর অনেকটা আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছিল ত্রিপুরা মধ্যে শিক্ষা পর্ষদ। শিক্ষার্থীদের সুবিধার কথা ভাবেই তা করা হয়। গত ৩০ এপ্রিল একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল। ফলাফল নিয়ে কোনো রকম অনিয়মের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service