2025-04-10
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

সেতু ভেঙে নিচে পড়লো সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোহার সেতু ভেঙে নিচে পড়লো সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি বৃহস্পতিবার সকালে দামছড়া খেদাছড়ার মাঝে কাছারিছড়া এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রানে বেঁচে যান চালক। উল্লেখ্য এদিন সকালে একটি সিমেন্ট বোঝাই লরি দামছাড়া থেকে খেদাছড়া যাওয়ার রাস্তায় কাচারি ছড়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে ব্রিজের নিচে পড়ে যায় তাতে অবশ্য চালক অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছে প্রসঙ্গত, বেইলি ব্রিজটির ওজন বহন ক্ষমতা ৮ মেট্রিক টন।

অথচ সিমেন্ট বোঝাই লরিটির মোট ওজন ছিল প্রায় কুড়ি মেট্রিক টন। সেই কারণেই বেইলি ব্রিজ ওজন সহ্য করতে পারেনি। সিমেন্ট বোঝাই লরিটি ব্রিজ ভেঙ্গে নিচে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এদিকে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিস্তীর্ণ এলাকার জনগণকে। ওইসব এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সমস্যা দেখা দিতে পারে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service