2025-11-06
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

“সুষ্ঠু ভোট হলে বিহারে সরকার বদল অনিবার্য”: প্রিয়াঙ্কা গান্ধীর হুঁশিয়ারি

জনতার কলম ওয়েবডেস্ক :- নির্বাচনী প্রচারে বিহারের গোবিন্দগঞ্জে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে তিনি বলেন, “দেশের প্রধানমন্ত্রী যেখানে যান, সেখানেই বলেন—বিরোধীরা পশ্চিমবঙ্গ, কেরালা ও বিহারের মানুষকে অপমান করছে। কিন্তু আমরা অপমান নয়, আপনাদের অধিকার ও ক্ষমতায়নের কথাই বলছি।” 

তিনি অভিযোগ করে বলেন, “গতকাল রাহুল গান্ধী প্রমাণ করেছেন যে হরিয়ানার নির্বাচনে ভোট কারচুপি হয়েছে—২৫ লক্ষ ভুয়া ভোটের ঘটনা সামনে এসেছে। আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এই সরকারের ঔদ্ধত্য এতটাই বেড়েছে যে তারা জনগণের ভোটকেও অসম্মান করছে।”

প্রিয়াঙ্কা দাবি করেন, “বিহারে ইতিমধ্যেই ৬৫ লক্ষ ভোট মুছে ফেলা হয়েছে। এটি গণতন্ত্রের প্রতি এক সরাসরি আঘাত।”

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমি গ্যারান্টি দিচ্ছি—যদি বিহারে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এখানকার মানুষ এই সরকারকে বিদায় দিয়ে নতুন সরকার গঠন করবে। কারণ জনগণই আসল শক্তি, আর সেই শক্তিকে ভয় পায় এই সরকার।”

প্রিয়াঙ্কার বক্তব্যে এদিনের জনসভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service