জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিএম এর মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা করলো জন জাতি মোর্চার সদর গ্রামীণ জেলা। শুক্রবার বণিক্য চৌমুহনী বাজারে এই মিছিল ও সভা হয়। জন জাতি মোর্চার নেতৃত্বের অভিযোগ, বিধানসভায় জাতপাত ইস্যুতে মন্ত্রী রতন লাল নাথের একটি বক্তব্ব ঘিরে সিপিএম মিথ্যাচার ও অপপ্রচার করছে। সিপিএম বরাবরই মানুষকে বিভ্রান্ত করে এসেছে।
তাদের অভিযোগ, রাজ্যের মধ্যে জনজাতি ও বাঙালিরা শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করছেন। কিন্তু সিপিএম সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চাইছে। তাই এর প্রতিবাদ জানিয়ে জন জাতি মোর্চার সদর গ্রামীণ জেলার উদ্যোগে এই মিছিল ও সাভার আয়োজন করা হয়।
সমাবেশে প্রাক্তন সাংসদ রেবর্তী ত্রিপুরা সহ জনজাতি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিতে জনজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল ব্যাপক। তাদের মধ্যে বেশ উচ্ছাসও দেখা গিয়েছে। বণিক্য চৌমুহনীতে দীর্ঘদিন পর জন জাতি মোর্চার এত বড় সমাবেশ করতে দেখা গিয়েছে।
Leave feedback about this