জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাঁজা পাচারের সময় দামি গাড়ি সহ স্বামী স্ত্রী দুইজন গ্রেপ্তার। গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের গাঁজা। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ওত পেতে বসেছিল চুড়াইবাড়ি নাকা পয়েন্টে। আনুমানিক দেড়টা নাগাদ ত্রিপুরা থেকে বহিরাজ্যগামী একটি গাড়ি থামিয়ে চুড়াইবাড়ি থানার ওসি সমরের দাস জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গাড়িটির গোপন চেম্বার থেকে ছোট বড় ৬১টি প্যাকেটে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশ গাড়িতে থাকা স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল সুদীপ কর্মকার বয়স ৪১ বছর। অপরজন দিমানি দেববর্মাবয়স ২৩ বছর। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেলা আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।