জনতার কলম ওয়েবডেস্ক :- দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলিকে পিছনে ফেলে দেশ এখন স্থায়ী সমাধানের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তাঁর সরকার ‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’-এর সঙ্গে চিহ্নিত, এবং দেশ এখন ‘রিফর্ম এক্সপ্রেস’-এ চড়েছে।
আজ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে নয়াদিল্লির সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিশেষ জোর রয়েছে জনকল্যাণমূলক প্রকল্পগুলির লাস্ট মাইল ডেলিভারি নিশ্চিত করার ওপর। তিনি জানান, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গতকাল সংসদের দুই কক্ষে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ দেশের ১৪০ কোটি মানুষের আস্থার প্রতিফলন।
ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চূড়ান্ত হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি আত্মবিশ্বাসী, প্রতিযোগিতামূলক ও উৎপাদনশীল ভারতের পথে একটি বড় পদক্ষেপ। নতুন বাজারের দরজা খুলেছে উল্লেখ করে তিনি দেশের উৎপাদকদের এই চুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের গণতন্ত্র ও জনসংখ্যাগত শক্তিই এখন বিশ্বের আশার কেন্দ্রবিন্দু। ফলে দেশ আজ বিশ্বমঞ্চে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি স্পষ্টভাবে জানান, এই সময় বিশৃঙ্খলা নয়, বরং সমাধানের। দেশ এগিয়ে যাচ্ছে এবং সবাইকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রের এই মন্দির সংসদ থেকে দেশের সক্ষমতা ও গণতান্ত্রিক অঙ্গীকারের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে সাংসদদের।


Leave feedback about this