2026-01-15
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

সংবিধানগত অধিকার তুলে ধরে কোকবরকে রোমান লিপির স্বীকৃতি চাইল তিপ্রা মথা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় কোকবরক/কাউ-ব্রু ভাষার জন্য রোমান লিপি গ্রহণের দাবিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার কাছে একটি যৌথ স্মারকলিপি জমা দিল TIPRA মথা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই প্রতিনিধিদের মধ্যে ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য (TLA) এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (TTAADC) সদস্যরা।

TTAADC-র প্রশাসনিক সংস্কার কমিটির চেয়ারম্যান প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মার নেতৃত্বে জমা দেওয়া ওই স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে অন্য একটি লিপি চাপিয়ে দেওয়ার ফলে কোকবরক ভাষার স্বাভাবিক বিকাশ এবং ব্যাপক গ্রহণযোগ্যতা ব্যাহত হয়েছে। রোমান লিপির স্বীকৃতি দিলে কোকবরক ভাষাভাষীরা ক্ষমতায়িত হবেন এবং ভাষাগত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে সংবিধানগত দিকটি তুলে ধরে বলা হয়েছে, কোকবরকের জন্য রোমান লিপি স্বীকৃতি দেওয়া সম্পূর্ণভাবে সংবিধানসম্মত এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাজ্য সরকারের রয়েছে। পাশাপাশি রোমান লিপির স্বীকৃতি না দেওয়া বা অস্বীকার করা হলে তা সংবিধানের ১৪ ও ২৯(১) অনুচ্ছেদ, ৩৫০এ অনুচ্ছেদ এবং ষষ্ঠ তফসিলের বিধান লঙ্ঘনের শামিল হতে পারে বলেও উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে স্পষ্টভাবে বলা হয়, “শিক্ষা, প্রশাসন ও জনজীবনের সর্বস্তরে কোকবরক/কাউ-ব্রু ভাষার জন্য রোমান লিপি গ্রহণ ও তার ব্যবহার শুধু যুক্তিসঙ্গতই নয়, বরং সংবিধানগতভাবে বাধ্যতামূলক।”

মুখ্যমন্ত্রীর কাছে চারটি মূল দাবি তুলে ধরেন প্রতিনিধিরা। দাবিগুলির মধ্যে রয়েছে—কোকবরক ভাষার সরকারি লিপি হিসেবে রোমান লিপি গ্রহণ, CBSE, ICSE ও TBSE পরীক্ষায় কোকবরক প্রশ্নপত্র রোমান লিপিতে মুদ্রণ, কোকবরকের সমস্ত পাঠ্যপুস্তক রোমান লিপিতে প্রকাশ এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনসহ রাজ্যের সমস্ত সরকারি নিয়োগ পরীক্ষায় কোকবরকের ক্ষেত্রে রোমান লিপি ব্যবহার।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ১৯৭৯ সালে ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, ১৯৬৪ সংশোধনের মাধ্যমে কোকবরককে রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে ১৯৬৭ সাল থেকেই কোকবরকের জন্য রোমান লিপির দাবি উঠে আসছে। শ্যামাচরণ ত্রিপুরা, কুমুদকুন্ড চৌধুরী এবং পবিত্র সরকার ভাষা কমিশনসহ একাধিক বিশেষজ্ঞ কমিটি জনমত সমীক্ষার ভিত্তিতে রোমান লিপির পক্ষেই সুপারিশ করেছিল বলে স্মারকলিপিতে দাবি করা হয়।

দীর্ঘদিনের এই ভাষাগত ইস্যু দ্রুত সমাধানের আশা প্রকাশ করে TIPRA মথা পার্টির প্রতিনিধিরা জানান, কোকবরক ভাষাভাষী মানুষের সমতা ও আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার শীঘ্রই ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এই বিষয়ে তাঁরা আশাবাদী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service