জনতার কলম আগরতলা প্রতিনিধি:- জেলা হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স-এর অভাব ও চিকিৎসক সংকটের কারণে রোগীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন। রোগীকে অন্য হাসপাতালে রেফার করার পর অনেকক্ষন সরকারি অ্যাম্বুলেন্স-এর অপেক্ষায় থাকতে হচ্ছে পরিবারকে। অ্যাম্বুলেন্স না পাওয়ায় বাধ্য হয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে রোগীকে জিবি হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।
শান্তিরবাজার জেলা হাসপাতালের এম এস জেএস রিয়াং জানিয়েছেন, হাসপাতালটিতে বর্তমানে পাঁচটি অ্যাম্বুলেন্স রয়েছে, যার মধ্যে একটি বিকল। বাকি চারটি অ্যাম্বুলেন্স-এর মধ্যে দুটি করে শিফটিং চলায় দুটিরই প্রায়ই ব্যস্ত থাকা স্বাভাবিক। ফলে, রোগীকে রেফার করার সময় প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সহজলভ্য থাকে না।
হাসপাতালের চিকিৎসক সংকটও রোগীদের জন্য বড় সমস্যা তৈরি করছে। অন্য হাসপাতালে থেকে ট্রান্সফার হওয়া চিকিৎসকদের কিছু সময়ের মধ্যেই আবার অন্য হাসপাতালে পাঠানো হয়। এর ফলে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক কম থাকায় সঠিক স্বাস্থ্যসেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন।
পরিজনরা হতাশা প্রকাশ করে বলছেন, “রোগী হাসপাতালে আনা মানেই ভোগান্তি; সরকারি অ্যাম্বুলেন্স না পেলে প্রাইভেট গাড়ি ভাড়া করতে হয়। চিকিৎসক না থাকলে রোগীর সঠিক চিকিৎসা সম্ভব হয় না।”দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাসের তত্ত্বাবধানে হাসপাতাল পরিচালিত হলেও এই সংকট এখনও দূর হচ্ছে না।
Leave feedback about this