2026-01-27
Ramnagar, Agartala,Tripura
দেশ

রাষ্ট্রপতি ভবনে প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আজ রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের অতিথিরা, প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো শিল্পীরা ও ট্রাক্টর চালকেরা, পাশাপাশি ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS)-এর স্বেচ্ছাসেবক এবং ন্যাশনাল ক্যাডেট কোর (NCC)-এর ক্যাডেটরা।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, শৃঙ্খলা ও ঐক্যের প্রতিফলন ঘটে প্রজাতন্ত্র দিবস প্যারেডের মাধ্যমে, আর এতে অংশগ্রহণকারী প্রতিটি দলই জাতির গর্ব।

রাষ্ট্রপতি বিশেষভাবে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের ভূমিকা ও দেশের উন্নয়নে তাঁদের অবদানকে স্বীকৃতি দেন। একইসঙ্গে NSS ও NCC সদস্যদের সমাজসেবা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনার প্রশংসা করেন।

এই সাক্ষাৎ অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবস উদযাপনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service