জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর রাধানগর এলাকায় বিভিন্ন ঠেকে প্রতিনিয়ত চলে ড্রাগসএর কারবার ও নেশার রমরমা আসর। এলাকাবাসী তাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। শেষপর্যন্ত এলাকার শাসক দলের নেতারা সহ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ মঙ্গলবার নেশা বিরোধী অভিযানে নামেন। তাতে রাধানগর মার্কেট থেকে এক নেশাগ্রস্ত যুবককে আটক করা হয়। স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলেদেন।
ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করে। এই এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ঠেকে এই নেশাখোর ও নেশ কারবারিদের আসর বসে। এর ফলে এলাকার সচেতন নাগরিকরা উদ্বিগ্ন তাদের দাবি পুলিশ যেন নিয়মিত টহল দেয় ও নেশা কারবারি এবণ নেশাগ্রস্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সরকার নেশা মুখ ত্রিপুর গড়তে চাইলেও দিন দিন নাকোটিক আইনের উড়ায় থাকা নেশা সামগ্রীর ব্যবহার বেড়েই চলেছে।
Leave feedback about this