জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ধলাই জেলা পুলিশ আবারও বড়সড় সাফল্য পেল। ১১ ও ১২ ডিসেম্বর মধ্যরাতে নিয়মিত নাকা চেকিংয়ের সময় আমবাসা থানার অন্তর্গত উপনগর এলাকায় সন্দেহজনক একটি বোলেরো গাড়ি আটক করে পুলিশের বিশেষ টহলদল। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
বিস্তারিত তল্লাশিতে গাড়ির ভেতরে চতুরতার সঙ্গে লুকিয়ে রাখা ছিল ১ কেজি ৮৬২ গ্রাম সন্দেহভাজন হেরোইন, যা অত্যন্ত মূল্যবান ও বেআইনি মাদক, এবং সাধারণত এই অঞ্চলের মাধ্যমে পাচার হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০,০০০ ইয়াবা/মেথামফেটামিন ট্যাবলেট, যে মাদকটি অত্যন্ত নেশাদায়ক ও ক্ষতিকর হিসেবে পরিচিত।
পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে এসব মাদক বাজারে ছড়িয়ে পড়ার আগেই আটক করা সম্ভব হয়েছে। গাড়িতে থাকা তিনজনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। তাদের পরিচয় যাচাই চলছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বড় মাদকচক্রের সঙ্গে যোগ থাকার ইঙ্গিত মিলেছে।
ঘটনা ঘিরে NDPS আইন ও মোটর ভেহিকল অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িটিও জব্দ করেছে পুলিশ। বর্তমানে মাদকদ্রব্যের উৎস ও গন্তব্য অনুসন্ধানে তদন্ত চলছে।
ধলাই জেলা পুলিশের মতে, সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক পাচার দমনে তাদের সতর্কতা ও সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও জারি থাকবে। তারা নজরদারি বাড়ানো, আন্তঃসংস্থার সমন্বয় জোরদার এবং মাদক-সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহাও সামাজিক মাধ্যমে এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।


Leave feedback about this