জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব শীঘ্রই ১২৩৯ জন গেজুয়েট টিচার নিয়োগ করা হবে। টিআরবিটির মাধ্যমে ক্লাস নাইন এবং টেন পড়ুয়াদের শিক্ষক সংকট মোচনের লক্ষ্যেই রাজ্য সরকারের মাধ্যমিক শিক্ষা দপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে। বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা প্রশ্নোত্তরে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।
	রাজ্য
	
শীঘ্রই নিয়োগ হবে ১২৩৯ জন গেজুয়েট টিচার: মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-07-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this