জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
সামনেই হিন্দু ধর্মাবলম্বী বাঙ্গালীদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। আসন্ন এই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিগ বাজেটের পূজো উদ্যোক্তাদের প্রস্তুতি। এবছর আগরতলা শহরের বনেদি ক্লাবগুলি দর্শনার্থীদের কাছে টানতে আকর্ষণীয় প্যান্ডেল নির্মাণের উদ্যোগ নেয়। এর মধ্যে অন্যতম একটি ক্লাব হল বনমালীপুরের লালবাহাদুর ব্যামাগার। দীর্ঘদিন ধরেই এই ক্লাব দর্শনার্থীদের উপহার দিয়ে আসছে আকর্ষণীয় পূজো মন্ডপ। তবে লালবাহাদুরের আলোকসজ্জা বরাবরই অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে রাখে। গেল বছর বৈষ্ণব দেবী মন্দিরের অনুকরণে প্যান্ডেল নির্মাণ করে দর্শনার্থীদের মন জয় করে নেয় ক্লাব কর্মকর্তারা। তাই এবছর ভিন্ন আঙ্গিকেই প্যান্ডেল নির্মাণের উদ্যোগ নেয় লাল বাহাদুর ব্যায়ামাগার। এবছর ক্লাবের প্যান্ডেল নির্মাণ হবে বেনারসের মনিকরনিকা ঘাটের অনুকরণে। এধরনের প্যান্ডেল রাজ্যে প্রথমবারের মতো নির্মাণ করবে লালবাহাদুর। পুজোর দিনগুলিতে প্রতিদিন সন্ধ্যায় প্যান্ডেলে থাকবে আরতী। যা দর্শনার্থীদের অনেকটাই আকর্ষণ করে তুলবে বলে প্রত্যাশা ক্লাব কর্মকর্তাদের। রবিবার গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ক্লাবের সভাপতি প্রণব সরকারসহ পূজা কমিটির কর্মকর্তারা। এবছর লালবাহাদুর ক্লাবের পুজোর বাজের ৩৫ লক্ষ টাকা। প্রতিমা নির্মাণ করবেন রাজ্যেরই প্রতিমা শিল্পী প্রদীপ পাল। মন্ডপ তৈরি করবেন বহির রাজ্যের শিল্পীরা। ক্লাব সভাপতি এদিন জানান পূজোর দিনগুলিতে দর্শনার্থীদের সেরা পূজা উপহার দেওয়ার লক্ষ্যেই এবছর ক্লাব বেনারসের মণিকর্ণিকা ঘাটের অনুকরণে তৈরি করবে পূজো মন্ডপ।
	রাজ্য
	
আকর্ষণীয় প্যান্ডেল তৈরি করতে চলেছে রাজধানী আগরতলার বনেদি ক্লাব লালবাহাদুর ব্যায়ামাগার
- by janatar kalam
- 2023-07-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this