জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে রবিবার একই দিনে একসঙ্গে ২৩ ধনপুর বিধানসভা এলাকার ৫৯ টী বুথে জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। জন সম্পর্ক অভিযানে শাসকদলের রাজ্য নেতৃত্বরা ৫৯টি বুথ কেন্দ্রের এক একটিতে চালাচ্ছেন জন সম্পর্ক অভিযান। এদিন সকাল ন’টা থেকে ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের ১৪ নং লাইলং বাড়ি বুথে জন সম্পর্ক অভিযান সংঘটিত করেন রাজ্য সরকারের যুব এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এদিন বিধানসভা এলাকার ২০ নং বুথে জনসম্পর্ক অভিযান চালায় বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তিনি বলেন বর্তমান সময়ে রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষ চায় উন্নয়ন আর সেই উন্নয়ন একমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টি। এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিঃসন্দেহে আবার জয়ী হয়ে বের হয়ে আসবে বলেও এদের মন্তব্য করেন পাপিয়া দত্ত।
	রাজ্য
	
ধনপুরের মাটি চষে বেড়াচ্ছে টিংকু
- by janatar kalam
- 2023-07-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this