জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক মাস আগে রাজধানীর উমাকান্ত স্কুলের উপজাতি বয়েজ হোস্টেল পরিদর্শন করেছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তখন অনেক কিছু অব্যবস্থা প্রত্যক্ষ করেছিলেন। হোস্টেল সুপারকে নির্দেশ দিয়েছিলেন একমাস পর আবার ভিজিটে আসবো, সবকিছু যেন ঠিকঠাক দেখি। মন্ত্রীর যেমনি কথা তেমনি কাজ। এক মাস পর ফের ভিজিটে এসে উপজাতি হোস্টেলের সব কিছু ঠিকঠাক দেখে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বলেন প্রথম যখন এসেছিলাম হোস্টেলের লাইট ফ্যান কোন কিছুই চলত না, চরম অব্যবস্থা পরিলক্ষিত হয়েছিল। ছাত্ররাও অনেক অভিযোগ করেছিল। কিন্তু এ যাত্রার পরিদর্শনে সব কিছু ঠিকঠাক দেখে ভালই লাগলো। মন্ত্রীর নির্দেশ রাজ্যের প্রত্যেকটি হোস্টেল যাতে এরকম ঠিকঠাক ভাবে চলে।
	রাজ্য
	
উপজাতি ছাত্রাবাস পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা
- by janatar kalam
- 2023-07-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this