জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্মার্ট সিটি প্রকল্পে ব্যাপক উন্নয়ন কর্মযোগ্য চলছে পুর এলাকায়। বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার স্থান পরিদর্শন করলেন নিগম কর্তারা। পরিধি কমানো হবে বটতলা আইল্যান্ডের। রাজধানী আগরতলা শহর সেজে উঠছে স্মার্ট সিটি প্রকল্পে। বুধবার মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিদর্শন করেছেন শহরের বিভিন্ন এলাকা। প্রথমে পরিদর্শন করেন বটতলা শিববাড়ি। নতুন করে সাজিয়ে তোলা হবে এই এলাকাকে। বর্তমানে যেই চক্করটি রয়েছে সেটাকে অনেক কমিয়ে আনা হবে। পাশাপাশি দশমী ঘাট এলাকাকে সাজিয়ে তোলা হবে নগর রূপে। একই সঙ্গে উন্নয়ন করা হবে বটতলা মৎস্য বাজারের। কর্দমাক্ত মৎস্য বাজারকে সংস্কার করা হবে নবরূপে। এছাড়াও ওভারব্রিজের জল ড্রেইনের মাধ্যমে কালাপানি খালের নিয়ে যাওয়ার সংস্কার কাজটি উপ পরিদর্শন করেছেন মেয়র। নির্দেশ দিয়েছেন সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য। এদিন মেয়র দীপক মজুমদার বটতলা বাজারসহ শহরের বেশ কিছু জায়গায় বেআইনি নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন, বলেন, আমরা দেখা মাত্রই নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। পরবর্তী সময়ে এ বিষয়ে আরোপ করা পদক্ষেপ নেওয়া হবে। মেয়র বলেন, আগে যা হবার হয়েছে, বর্তমান সরকার বা পুর নিগম কিছুতেই বেআইনি নির্মাণ কাজ হতে দেবে না নিগম এলাকায়। এ দিনের পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে ছিলেন সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর ও সমাজসেবীরা। এছাড়াও উপস্থিত ছিলেন নিগমের কমিশনার ডঃ শৈলেশ যাদব।
	রাজ্য
	
নগরের উন্নয়ন পরিকল্পনায় মেয়রের পরিদর্শন
- by janatar kalam
- 2023-07-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this