জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাংসদ তহবিলের অর্থ খরচা নিয়ে রিভিউ বৈঠকে বসেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমা ভৌমিক। মূলত গত চার বছরে সাংসদ তহবিলের অর্থে কি কি উন্নয়ন কাজ হয়েছে এবং কি কি কাজ অসমাপ্ত রয়েছে এ বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও আগরতলা পুর নিগমের সিইও ডঃশৈলেস কুমার যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন মূলত যে সমস্ত কাজকর্ম শেষ হয়েছে সেগুলির ইউ সি জমা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
	রাজ্য
	
সাংসদ তহবিলের অর্থ নিয়ে রিভিউ বৈঠক
- by janatar kalam
- 2023-06-30
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this