জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পানীয় জলের দাবীতে পথ অবরোধে বসল গন্ডাছড়া মহকুমার গাছবাগান এলাকায় লোকজন। দীর্ঘ কয়েক দিন ধরে পানীয় জল পাচ্ছে না ওই এলাকার গিরিবাসীরা। যার ফলে বাধ্য হয়ে পথ অবরোধে বসতে হল তাদের। বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া বাজারের হাট বার, পথ অবরোধের ফলে দুই দিকে যানবাহন আটকে গিয়ে অসুবিধার সম্মুখীন যান চালক থেকে শুরু করে সাধারণ জনগণ। পরবর্তী সময়ে ডি ডব্লিউএস এর এসডিও এবং বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
রাজ্য
পানীয় জলের দাবিতে গন্ডা ছড়ায় পথ অবরোধ
- by janatar kalam
- 2023-06-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this