জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিগম এলাকার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। পানীয় জলের সমস্যা সমাধান,, মাঠ সংস্কার, বেকার স্টল নির্মাণ সহ রাস্তাঘাট ও ড্রেইনের সমস্যা সমাধানে মেয়র পরিদর্শন করলেন ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা । দীর্ঘদিন ধরে পানীয় জল , রাস্তাঘাট ও ড্রেইন সংস্কারের অভাবে ভুগছিল আগরতলা পুর নিগমের ৩১ নং ওয়ার্ডের গান্ধী স্কুল সংলগ্ন এলাকা ও প্রফেসরপাড়া এলাকা। খবর পেয়ে এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরো নিগমের ইস্ট জোনের চেয়ারম্যান সুখময় সাহা ও ৩১ নং ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাসকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন প্রফেসর পাড়া এলাকার বিভিন্ন স্থান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, খুব শীঘ্রই এখানকার পানীয় জলের সমস্যা সমাধান করা হবে একই সঙ্গে এলাকার রাস্তাঘাট ও ড্রেইন সংস্কারের কাজে হাত দেবে পুর নিগম। এই কাজ অতি দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরদের। একই সঙ্গে মেয়র এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে মেয়র জানান, গান্ধী স্কুলের মাঠ দখল করে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই মাঠটিকে খালি করে সংস্কারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এখানে কিছু সরকারি খালি জায়গা রয়েছে সেই জায়গাতে বেকার স্টল নির্মাণ করারও উদ্যোগ গ্রহণ করেছে নিগম। আচমকাই মেয়র, কর্পোরেটর এলাকার বিজিত প্রার্থী এবং ইস্ট জোনের চেয়ারম্যানের 31 নং ওয়ার্ড সফর দেখে উজ্জীবিত হয়ে ওঠে সাধারণ মানুষ। এদিন গোটা প্রশাসনকে কাছে পেয়ে জানিয়েছেন বিভিন্ন অভাব অভিযোগের কথা।
রাজ্য
৩১ নং ওয়ার্ড সফরে মেয়র করর্পোরেটর
- by janatar kalam
- 2023-05-15
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this