জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
করোনা যেন রাজ্যে লুকোচুরি খেলায় মেতে উঠেছে। একদিন গ্রাফ ঊর্ধ্বমুখী হলে পরের দিন আবার তা অনেকটা নিচে নেমে আসছে। যা নিয়ে উদ্বিগ্ন সচেতন নাগরিক থেকে শুরু করে রাজ্য প্রশাসন। এমনিতেই রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। একই সাথে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। যদিও স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই স্বস্তিদায়ক। এই সময়ের মধ্যে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪০৯ জন। মৃত্যুহীন একটি দিন অতিক্রম হওয়ায়, স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিদায়ক হলেও তার স্থায়িত্ব যে কতটুকু, তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্ধিহান। তবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি যেন পশ্চিম জেলাতেই।
রাজ্য
আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা কমলো
- by janatar kalam
- 2022-07-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this