জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সকলের জন্য শিক্ষা ও সকলের জন্য কাজ দাবি নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই। আগামী ৩ নভেম্বর দিল্লিতে হবে সংসদ অভিযান। তার আগে ১৫ সেপ্টেম্বর গোটা দেশে দাবি দিবস পালন করা হবে। আগরতলা ছাত্র যুব ভবনে ডিওয়াইএফ আই ও টি ওয়াই এফ এর যৌথ রাজ্য কমিটির বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ডিওআইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হেমন্ত রাজ ভট্টাচার্য।সাংবাদিক সম্মেলনের শ্রী ভট্টাচার্য কেন্দ্র ও ত্রিপুরা সরকারের বেকারদের কর্মসংস্থান নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে পারে কিন্তু তাদের কাজের কোন পরিবর্তন নেই। ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে ৫০০০০ চাকরি, ঘরে ঘরে কাজ দেওয়ার। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। মুখ্যমন্ত্রী পরিবর্তন বিজেপির একটা নতুন কৌশল। বিজেপি যে নীতি নিয়ে চলছে, তার কোন পরিবর্তন ত্রিপুরাতে নেই।
রাজ্য
বাম যুবদের আন্দোলনের ঘোষণা
- by janatar kalam
- 2022-07-22
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this