জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে হাপানিয়াস্থিত ত্রিপুরার মেডিকেল কলেজের ইন্টার্নশিপ ডাক্তারদের পর, এবার একই দাবিতে স্ট্রাইকে বসলো আর কে নগরস্থিত ভেটেনারি কলেজ ইন্টার্নশিপ ডাক্তাররা। ভেটেনারি কলেজে ইন্টার্নশিপ ডাক্তাররা গতকাল তাদের স্টাইপেন্ড বৃদ্ধির দাবি নিয়ে কলেজ চত্বরে ধর্নায় বসে, তা আজ অবধি জারি রয়েছে, বৃহস্পতিবার আন্দোলনের দ্বিতীয় দিনে ভেটেনারি কলেজের ইন্টার্নশিপ এক ডাক্তার সংবাদমাধ্যমকে জানান কলেজের উচ্চপদস্থ আধিকারিক তাদের মুখোমুখি হয়ে তাদের স্টাইপেন্ড বৃদ্ধির যে দাবিটি রয়েছে, সেই দাবিটি পূরন করার লিখিতভাবে আশ্বস্ত দেওয়ার এবং যতদিন অবধি কলেজের উচ্চপদস্থ আধিকারিক এসে আশ্বস্ত করবেন না ততদিন অবধি এই ধর্না জারি থাকবে বলে জানালেন।
রাজ্য
স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে ভেটেনারি কলেজ ধরনা জারি রইল দ্বিতীয় দিনেও
- by janatar kalam
- 2022-06-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this