জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাষ্ট্রীয় ললিত কলা একাডেমি চিত্রকলায় অসামান্য অবদানের জন্য উত্তর পূর্বের রাজ্যগুলির তরুণ প্রজন্মের ভিজ্যুয়াল আর্টিস্টদের প্রতিভাকে বিকাশের লক্ষ্যে এবং এই অঞ্চলের শিল্পীদের মধ্যে লুক্কায়িত মেধা ও মনন শৈলীকে তাঁদের শিল্পকর্মে প্রয়োগের মাধ্যমে আরও উজ্জীবিত করার লক্ষ্যে এই বছর উত্তর পূর্বের ১৭ জন ভিজ্যুয়াল আর্টিস্টকে এক বছরের জন্য মাসিক ২০,০০০ টাকার স্কলারশিপ প্রদান করেছে। এঁদের মধ্যে আমাদের রাজ্যের যেসকল চিত্র ও ভাস্কর্য শিল্পী এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন,শান্তা দেব,দেবজিৎ রুদ্র পাল,অভিজিৎ মজুমদার,তৃষা ঘোষ,রাজু দেবনাথ, রাঁখী দাস, দীপিকা দাস। উত্তর-পূর্বাঞ্চলের নির্বাচিত সতেরোজন শিল্পীকে গত ৪ঠা মে, ২০২২ তারিখে গুয়াহাটিস্থিত শঙ্কর দেব কলাক্ষেত্রে ভারতের মহামহিম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজীর উপস্থিতিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জে.কিষাণ.রেড্ডিজ়ী সংবর্ধিত করেন। রাষ্ট্রীয় ললিতকলা একাডেমী চিত্রকলায় রাজ্যের স্কলার্শিপ প্রাপ্ত প্রতিভাবান শিল্পীরা বুধবার
রাজ্য সচিবালয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। এদিন মন্ত্রী তাঁদের এই অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং আগামী দিনগুলোতে চিত্র ও ভাস্কর্য শিল্পে তাঁদের কাজের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সুনামকে আরও গৌরবান্বিত করার ধারাবাহিকতা বজায় রাখার জন্য উৎসাহীত করেন।
রাজ্য
রাষ্ট্রীয় ললিতকলা একাডেমী চিত্রকলায় স্কলার্শিপ প্রাপ্ত রাজ্যের শিল্পীরা সাক্ষাৎ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে
- by janatar kalam
- 2022-05-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this