Site icon janatar kalam

শুরু হল উচ্চ মাধ্যমিকের টার্ম-২ পরীক্ষা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার থেকে শুরু হল টি বি এস সি পরিচালিত উচ্চমাধ্যমিকের টার্ম ২ পরীক্ষা। এদিনের পরীক্ষা সেন্টার ছিল রাজধানীর মহারানি তুলসিবাতি বালিকা বিদ্যালয়। পরীক্ষা শুরু হয় দুপুর ১২টা থেকে চলবে ১ঃ৪৫ অবধি, পরীক্ষার মান ৪০ নম্বরের। পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Exit mobile version