2025-05-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে আমাদের রাজ্যে নতুন বিপ্লব নিয়ে আসবে- সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের ১০০ টি স্কুলকে চিহ্নিত করে “বিদ্যাজ্যোতি প্রকল্প মিশন-১০০”-এর অধীনে এনে সিবিএসই-তে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে শুক্রবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিরানীয়ার বীরেন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে নতুন পরিকাঠামোয় যেভাবে পঠনপাঠন শুরু হতে যাচ্ছে তা আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে আমাদের রাজ্যে নতুন বিপ্লব নিয়ে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি’র “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস”-এর সঙ্গে সবকা প্রয়াস-এর লক্ষ্যে দৃঢ় সঙ্কল্প গ্রহণের ক্ষেত্রে ‘বিদ্যজ্যোতি প্রকল্প মিশন-১০০’ একটি উপযুক্ত মঞ্চ হয়ে উঠতে চলেছে।বিদ্যাজ্যোতি প্রকল্প আমাদের রাজ্যে শিক্ষাক্ষেত্রে অসাম্য দূর করতে এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্যাজ্যোতি প্রকল্প শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম, শিক্ষাদান, শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন, পরিকাঠামো প্রভৃতি ক্ষেত্রে মৌলিক বিজ্ঞান-ভিত্তিক কাঠামোগত ঘাটতিগুলি দূর করতে সাহায্য করবে। আমাদের রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা কেবল নিজেদের শিক্ষকতার পেশাকে তাঁদের কর্তব্য হিসেবেই মনে করেন না, বরং তাঁরা শিক্ষকতাকে মনুষ্য সহানুভূতির একটি নৈতিক দায়িত্ব হিসেবেও গণ্য করেন। আর এ কারণেই শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে কেবল পেশাগত সম্পর্কই নয়, বরং পারিবারিক সম্পর্কও গড়ে ওঠে। এই সম্পর্ক সারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বজায় থাকে। সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমপরিবর্তনশীল এই সময়ে আমাদের শিক্ষকদেরকেও নতুন নতুন ব্যবস্থা ও কারিগরি দিকগুলি সম্পর্কে সচেতন হতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও শিক্ষকদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। এর ফলে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং অনেক মেধাবী পড়ুয়া নিকট ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রকে তাদের কর্মজীবন হিসেবে বেছে নিতে উৎসাহিত হবে।
আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য,খুমলুং ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রণবজিৎ বর্ধন,জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস,জিরানীয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল চাকমা, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারপার্সন প্রীতম দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সাহা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ,অভিভাবকগণ সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service