জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জাতীয় শিক্ষানীতি বদল এর জন্য আগামী পাঁচ এপ্রিল দিল্লিতে গণ ধর্নায় বসতে চলেছে এআইডিএস ও। তারই পরিপ্রেক্ষিতে আয়োজিত হতে চলা গণ ধর্নার প্রচার স্বরূপ এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা উজ্জয়ন্ত প্যালেস এর সামনে। এদিন সংগঠনের কার্যকর্তা সংবাদমাধ্যমকে জানান জাতীয় শিক্ষা নীতি হলো ছাত্র-ছাত্রীদের শিক্ষা বিরোধী অগণতান্ত্রিক নীতি, এই শিক্ষানীতিতে ম্যান মেকিং পদ্ধতির অবলুপ্তি ঘটেছে। এই শিক্ষানীতিতে তৃতীয় পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কিন্তু তাতে পাশ ফেল প্রথা রয়েছে কিনা তা জানা নেই। কিন্তু বলা বাহুল্য এই শিক্ষানীতিতে বিগত 10+2 যে নীতি ছিল সেই নীতি পদদলিত হয়েছে। জাতীয় শিক্ষা নীতির ফলে ছাত্র-ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ভয়ঙ্কর মহামারী নেমে আসবে বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় ৫ ই এপ্রিল দিল্লিতে গনধর্নায় বসছে এ আই ডি এস ও
- by janatar kalam
- 2022-03-31
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this