জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলা স্বাস্হ্য ও পরিবার কল্যান সোসাইটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে জেলা শাসক জানান কুষ্ঠরোগ বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচী শুরু হয়েছে গত ৩০শে জানুয়ারি থেকে। তা চলবে আগামী ১৩ই ফেব্রুয়ারী পর্যন্ত। কুষ্ঠরোগকে এখনো আমাদের সোসাইটিতে স্টিগমা বলে অনেকেই মনে করেন। কুষ্ঠরোগীদের ভেদাভেদ করা হয়। তাই এই ধরনের জিনিস যাতে না হয়। যে মর্যাদা তাদের পাওয়া দরকার, সেটা যাতে তাদের দেওয়া হয়। কারন এটা নিরাময় যোগ্য রোগ বলে।
	রাজ্য
	
কুষ্ঠরোগ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী শুরু হয়েছে গত ৩০শে জানুয়ারি তা চলবে আগামী ১৩ই ফেব্রুয়ারী পর্যন্ত জানালেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন
- by janatar kalam
- 2022-02-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this