জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কাল থেকে শুরু হচ্ছে ইউনিভার্সাল অ্যাডভারটাইজিং এবং অল ত্রিপুরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত 6 তম আন্তর্জাতিক ইউনিভার্সাল এক্সপো 2022। সেই লক্ষে আজ আগরতলা চিলড্রেন্স পার্ক মাঠে আসন্ন গ্র্যান্ড ইভেন্টের জন্য একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সুজিত রায় আসন্ন মেলার আয়োজনের প্রসঙ্গ তুলে ধরেন এবং সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বৃদ্ধাশ্রমের মায়েদের অনাথ আশ্রমের শিশুদের নিজেদের উদ্যোগে মেলায় নিয়ে এসে মেলা দর্শন করাবেন বলে জানান। তাছাড়া এদিন ইউনিভার্সাল এক্সপোর অন্যতম ডিরেক্টর বিটানজয় চৌধুরী জানান এবারের মেলায় আন্তর্জাতিক স্টল যারা দেশের বিভিন্ন জায়গায় এক্সপোতে অংশগ্রহণ করছে তাদেরকেই আমন্ত্রণ করা হয়েছে এবং নতুন স্টল বলতে শুধু রাজস্থানের কিছু স্টল বসতে চলেছে বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সজল চক্রবর্তীসহ ইউনিভার্সাল এক্সপোর অন্যান্য সদস্যরা।
রাজ্য
কাল থেকে শুরু হচ্ছে ইউনিভার্সাল এক্সপো
- by janatar kalam
- 2022-01-05
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this