জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- এক আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে কল্যাণপুর প্রাথমিক হাসপাতালে “অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন”র উদ্যোগে অনুষ্ঠিত হয় এক অভূতপূর্ণ মেগা বিশেষজ্ঞ স্বাস্থ্যশিবির ও রক্তদান শিবির । উক্ত এই শিবিরে উপস্থিত ছিলেন “অল ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশনে”র সাধারণ সম্পাদক ডক্টর শঙ্কর চক্রবর্তী । সহ-সভাপতি ডক্টর কনক চৌধুরী, খোয়াই জেলার সাধারণ সম্পাদক ডক্টর বিষ্ণু গোস্বামী । ডক্টর নির্মল সরকার, খোয়াই জেলার জেলাশাসক ডক্টর স্মিতা মল । ২৭ কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ আরও অন্যান্যরা । পরবর্তীতে কল্যাণপুরে আয়োজিত এই মেগা স্বাস্থ্য-শিবিরে ডাক্তার কর্তৃক এলাকার বিভিন্ন রোগীদের উন্নত পরিষেবা দেওয়া হয় । যেমন— দন্ত, অস্থি, স্ত্রীরোগ, মেডিসিন, নাক, কান, গলা, ECG, সোনোগ্রাফি সহ রোগীদের আরও বিভিন্ন উন্নততর পরিষেবা দেওয়া হয় । আজকের এই মেগা স্বাস্থ্যশিবির ও রক্তদান শিবিরে কল্যাণপুরের বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়, যা অনেকটাই চোখে পড়ার মতো ।
রাজ্য
অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন”র স্বাস্থ্য ও রক্তদান শিবির
- by janatar kalam
- 2021-12-24
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this