জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজ্যের পুর ভোট পরবর্তীতেই তেলিয়ামুড়ার গভীর জঙ্গলে উদ্ধার হয় একটি দেশি গাদা বন্দুক । ঘটনা আজ বৃহস্পতিবার বিকাল নাগাদ । গোটা এলাকায় চাঞ্চল্যকর ও থমথমে পরিস্থিতি বিরাজিত । ঘটনার বিবরণে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ “TSR”-র ৭ নং ব্যাটেলিয়নের “TSR” বাহিনী তেলিয়ামুড়ায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে তেলিয়ামুড়া থানাধীন প্রত্যন্ত কেরেলং এলাকায় স্পেশাল টহলদারি চলে । ঠিক তখনই হঠাৎ ৭ নং “TSR” ব্যাটালিয়নের কর্তব্যরত “TSR” বাহিনী জঙ্গলের পরিত্যক্ত জায়গায় একটি গাদা দেশী বন্দুক পড়ে থাকতে দেখে । সঙ্গে সঙ্গেই এই গাদা দেশী বন্দুকটি “TSR” বাহিনী কেরেলং’র গভীর জঙ্গল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । বর্তমানে জঙ্গলাকীর্ণে উদ্ধারকৃত এই গাদা দেশী বন্দুকটি ১০২ “CRPC”তে তেলিয়ামুড়া থানায় রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় । তবে কোথা থেকে এই দেশি গাদা বন্দুকটি এই জঙ্গলে আসলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এক সন্দেহ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে । তবে উল্লেখ করা প্রয়োজন যে, আজ থেকে ৩ মাস পূর্বে গত আগস্ট মাসের ১৭ তারিখেও তেলিয়ামুড়ার হাজরাপাড়ার গভীর জঙ্গলে রাতে ১২ নং “TSR” বাহিনী স্পেশাল ডিউটি করার সময় উদ্ধার করেছিল এই রকম একটি দেশি গাদা বন্দুক । তবে পর পর দুই দুই বার তেলিয়ামুড়া থানাধীন গভীর জঙ্গলে দেশী গাদা বন্দুক উদ্ধারকে ঘিরে সাধারণ জনগণের মধ্যে এক প্রকার বিরূপ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । আদৌও কি তেলিয়ামুড়ায় আইন-শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে— প্রশ্ন বুদ্ধিজীবি মহলের । এইদিকে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এই খবরটি চাউর হতেই গোটা তেলিয়ামুড়া শহরের জনমনে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে । তবে এই বন্দুকটি’তে পূর্বের মতোই কোন প্রকার কার্তুজ ছিল না । আর কোন রকম কার্তুজও এই জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি বলে পুলিশ সূত্রে জানা যায় । তবে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়ার কেরেলং’র গভীর জঙ্গলে উদ্ধারকৃত এই গাদা দেশী বন্দুটি’কে কেন্দ্র করে ১০২ CRPC’ তে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে । এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে, রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা জঙ্গলে উদ্ধারকৃত একটি গাদা দেশি বন্দুকের লেজ ধরে তদন্ত জারি রেখে আদৌও কোন জঙ্গী গোষ্ঠীর টিকির নাগাল পায় কি না !!
রাজ্য
ভোটের পরেই উদ্ধার বন্দুক , এলাকায় চাঞ্চল্য
- by janatar kalam
- 2021-12-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this