জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদে পর্ষদ সভাপতি ভবতোষ সাহা সাংবাদিকদের মুখোমুখি হন এবং এদিন তিনি জানান আগামী ১৫ ও ১৬ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড প্রদান করা হবে আগামী ৪ ও ৫ই ডিসেম্বর। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৩,০০০ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রায় ২৯,০০০। এদিন পর্ষদ সভাপতি আরও বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ডগুলির কাজ করা হয়েছে তথাকথিত বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগীতা নিয়ে এটা যদি নিজেদের কর্মচারীদের দ্বারা করা হতো তাহলে আরও খুশী হতেন বলে জানান। তাছাড়া তিনি এদিন বিদ্যালয়গুলি আগামী দুদিনের মধ্যে তাদের কাছ থেকে এডমিট কার্ডগুলি কালেকশন করবেন এবং যদি সামান্য কিছু ত্রুটি থাকে তাহলে সময় থাকতেই তাদের সাথে যোগাযোগ করে কারেকশক করিয়ে নেবেন বলে আশা ব্যাক্ত করেন।
রাজ্য
আগামী ৪ ও ৫ই ডিসেম্বর প্রদান করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এডমিট কার্ড- ভবতোষ সাহা
- by janatar kalam
- 2021-12-04
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this