জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীর মেহের কালীবাড়িতে চুরির ঘটনা। জানা যায় অনেক দামী জিনিস চোররা নিয়ে গেছে। দেবী কালীর রূপার তৈরি প্রতিমাসহ নিয়ে গিয়েছে নগদ টাকাও। চোরেরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্থানীয়রা এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন কারণ এটি সেখানে প্রথম ঘটনা নয়, লকডাউনের সময়ও ঘটেছে একই ঘটনা । আইন -শৃঙ্খলার করুণ অবস্থার উল্লেখ করা হয় আবার আগরতলায় মেহের কালীবাড়িতে ঘটে যাওয়া ব্যাপক লুটপাটের সাথে। বিজেপি সরকারের অধীনে মন্দির-লুট সংস্কৃতি প্রথমে ত্রিপুরায় শুরু হয়েছিল এবং এখন প্রতি মাসে অনেক মন্দির লুট করা হচ্ছে। পূর্ববর্তী কমিউনিস্ট সরকার যুগের তুলনায়, যদিও দলটি আদর্শগতভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না কিন্তু কমিউনিস্ট সরকার মন্দিরগুলিকে ব্যাপক সুরক্ষা দিয়েছে, কিন্তু বিপ্লব দেব সরকারের অধীনে মাতাবাড়ি থেকে লক্ষ্মী নারায়ণ বাড়ি পর্যন্ত শত শত মন্দির লুট করা হয়েছে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজ্য
মেহের কালীবাড়িতে চুরির ঘটনা, লুট হয়েছে দেবীর প্রতিমাসহ নগদ অর্থ ও
- by janatar kalam
- 2021-09-08
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this