জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযথ মর্যাদায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংকে শ্রদ্ধা জানানো হয়। রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় কংগ্রেস রাজ্য সদর দপ্তর আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস বলেন যে শচীন্দ্র লাল সিং শুধু ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী নন, তিনি ছিলেন “সবার নেতা”। এদিন পীযুষ কান্তি বিশ্বাস আরো বলেন, সিং ছিলেন উপজাতি ও অ-উপজাতি সম্প্রদায়ের মধ্যে ঐক্যের সেতু এবং ত্রিপুরার সম্প্রীতির প্রতীক। তাছাড়া “আজকের সময়ে শচীন্দ্র লাল সিংয়ের আদর্শ খুবই তাৎপর্যপূর্ণ, যখন জাতি উত্তেজনা, অসহিষ্ণুতার মধ্যে দিয়ে যাচ্ছে। ত্রিপুরার পরিস্থিতিও একই রকম। শচীন্দ্র লাল সিং আজকে স্মরণ করার জন্য এবং এই সংকটকালীন সময়ে আদর্শ করার জন্য আদর্শ ব্যক্তিত্ব। শান্তি ও সম্প্রীতি “, বলে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস অভিমত ব্যাক্ত করেন।
রাজ্য
যথাযথ মর্যাদায় পালিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংয়ের ১১৪ তম জন্মদিন
- by janatar kalam
- 2021-08-07
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this