জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যতই থানার পুলিশ চোরদের আটক করোক না কেন চুরি ছিনতাই এর ঘটনায় কিন্তু লাগাম টানা যাচ্ছে না। প্রায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছে। খালি বাড়ি থাকলে কথাই নেই। এবাবে চোরের দল হানা দিলো রাজধানীর ধলেশ্বর স্থিত ৮ নম্বর গলিতে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তার নাম প্রদীপ ভট্টাচার্য। তিনি বর্তমানে পরিবার নিতে বহিঃরাজ্যে যান চিকিৎসার জন্য।
শনিবার সকালে এলাকাবাসীরা চুরির ঘটনা আঁচ করতে পেরে তাদের আত্মীয় পরিজনদের খবর দেন। খবর পেয়ে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ। দেখাযায় ঘরের মধ্যে টিভি ও একটি গ্যাসের সিলিন্ডার নেই। আলমারি ভাঙা, জিনিসপত্র লন্ডভণ্ড হয়ে আছে। স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে কিনা তা প্রদীপ বাবুর পরিবার বাড়িতে না থাকায় বলা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ক্ষেত্রে চোরের দলকে পুলিশ জালে তুলতে পারেকিনা সেটাই এখন দেখার।
Leave feedback about this