2025-09-09
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রবীন্দ্র ভবন, শিশু উদ্যানের পাশে নাইট ক্লাব ও বার স্থাপনের বিরুদ্ধে এআইডিএসইউ’র বিক্ষোভ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-নগরীর সাংস্কৃতিক পরিবেশ ও সামাজিক স্বাস্থ্যের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নাইট ক্লাব ও বার বন্ধের দাবি জানিয়েছে এআইডিএসইউ, এআইডিডব্লিউ ও এআইএমএসএস সংগঠন। মঙ্গলবার সংশ্লিষ্ট বারের সামনেই এই দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা জানান, “নৈশ ক্লাব ও বার খোলার ফলে আগরতলার সাংস্কৃতিক ঐতিহ্য ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। রবীন্দ্র ভবন, শিশু উদ্যান এবং বিভিন্ন স্কুল এই এলাকার নিকটেই অবস্থিত। তাই শিশু ও যুব সমাজের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অবিলম্বে এই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।”

তারা আরও জানান, “রাজ্যের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের বিকাশের জন্য এই ধরনের অবৈধ বা অনৈতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করা মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”

বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়, যাতে তাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হয়। নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের স্বার্থে এ ধরনের দাবি কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আশা করা হচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service