2025-04-06
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

যুবকদের স্বার্থ রক্ষায় রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে সরব হওয়ার হুঁশিয়ারি যুব কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। এ দিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমকে জানান “রাজ্যের যুব সমাজ আজ চরম সংকটে।

একদিকে মাদকের থাবা, অন্যদিকে চাকরি দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণ। এর বিরুদ্ধে যুব কংগ্রেস তীব্র গণআন্দোলন গড়ে তুলতে চলেছে।” যা শুধু শহরকেন্দ্রিক নয়, জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি। এ দিনের বৈঠকে বিভিন্ন জেলার ব্লক স্তর থেকে আসা যুব কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service