জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ কেন্দ্রের তরফে। ৭ মে সারা দেশের ২৪৪টি জেলায় একটি মক ড্রিল অনুষ্ঠিত হতে চলেছে। এটা যে কোনও সাধারণ বিষয় নয়, তা স্পষ্ট। কারণ এভাবে দেশের সব রাজ্যে মক ড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে। ১৯৭১ সালের পর এটিই প্রথম বড় ধরনের মক ড্রিল।
এই ড্রিল চলাকালীন, ব্ল্যাকআউট থাকবে এবং সাইরেন বাজানো হবে, যা মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার ইঙ্গিত দেবে। ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে। তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে। মক ড্রিলের অধীনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হবে।
এটি বড় বিপদ এবং শত্রুর কার্যকলাপ সম্পর্কে সতর্কতা জারি করার সঙ্গে সম্পর্কিত একটি পদক্ষেপ। সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য নাগরিক এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় নাগরিক প্রতিরক্ষা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ।
হামলা হলে, কাছাকাছি আশ্রয়স্থল কীভাবে খুঁজে বের করতে হবে, তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। ৫৪ বছর পর ফের যুদ্ধের প্রস্তুতির মহড়া! সাইরেন… ৭১-এর স্মৃতি উসকে আবারও ব্ল্যাক আউট রাজ্যে!
Leave feedback about this