2025-05-08
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মোহনপুর ব্লকে একশ শতাংশ বাড়িতে পানীয়জলের সংযোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জল জীবন মিশন ২.০ এর আওতায় গত অর্থবছরে মোহনপুর ব্লক এলাকায় মোট ২৩৫টি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এই ব্লক এলাকায় মোট বাড়ি রয়েছে ১১,০১৬টি।

এখন পর্যন্ত সবগুলি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে অর্থাৎ ব্লকের ১০০ শতাংশ বাড়ি পানীয়জলের সংযোগের আওতায় এসেছে। মোহনপুরস্থিত পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সহকারি বাস্তুকার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service