2025-08-25
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মোদি ও নাড্ডার আশীর্বাদে দায়িত্বপ্রাপ্ত, আজ তিন বছর পর গর্বিত রাজীব ভট্টাচার্য্য

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-প্রদেশ বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি হলো সাংসদ তথা প্রদেশ বিজেপি’র সভাপতি রাজীব ভট্টাচার্য্যের। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

২০২২ সালের ২৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনা এবং সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার আশীর্বাদে রাজীব ভট্টাচার্য্য প্রদেশ বিজেপি’র সভাপতির দায়িত্ব পান। তিন বছরে তিনি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি একাধিক নির্বাচনে সাফল্যের সাক্ষী হয়েছেন।

এদিন,সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে রাজীব ভট্টাচার্য্য বলেন, “এই তিন বছরে সংগঠনকে শক্তিশালী করা এবং একাধিক নির্বাচনে বিজয় অর্জন আমাদের পরিশ্রমী কার্যকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। দলীয় কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের আস্থাই আমাদের মূল শক্তি।”

এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজীব ভট্টাচার্য্যের নেতৃত্বে প্রদেশ বিজেপি আরও সংগঠিত হয়েছে এবং দলের শক্তি বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও তাঁর নেতৃত্বে দল আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে।

রাজীব ভট্টাচার্য্য জানিয়েছেন, আগামী দিনে দলকে আরও শক্তিশালী করা, সংগঠনের ভিতকে তৃণমূল পর্যায়ে মজবুত করা এবং উন্নয়নের রাজনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর অঙ্গীকার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service