জনতার কলম আগরতলা প্রতিনিধি :- আগামী ৪ঠা অক্টোবর রাজধানীতে দুর্গাপুজোর উৎসবমুখর আবহে মঞ্চস্থ হতে চলেছে ‘মায়ের গমন’ কার্নিভাল—একটি সাংস্কৃতিক মহোৎসব, যা বাঙালির ঐতিহ্য আর উৎসাহের প্রতীক। এই মেগা আয়োজনের প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে আজ তুলসিবতী বিদ্যালয়ের পাশে কার্নিভাল স্থলে পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের শীর্ষ আধিকারিকরা, যাঁরা এই ইভেন্টের সাফল্য নিশ্চিত করতে একযোগে কাজ করছেন।
পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, “‘মায়ের গমন’ কার্নিভালের জন্য ৪ঠা অক্টোবর দিনক্ষণ চূড়ান্ত। আজ আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে মিলে স্থল পরিদর্শন করেছি, যাতে প্রতিটি বিষয়—নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানবাহন ব্যবস্থা—নিখুঁতভাবে প্রস্তুত থাকে। আমাদের একটাই লক্ষ্য, এই কার্নিভাল যেন নির্বিঘ্নে এবং সকলের জন্য স্মরণীয় হয়।”
তিনি আরও জানান, আগামী ২ অক্টোবর আরও একবার স্থল পরিদর্শন করা হবে, যাতে শেষ মুহূর্তের সব প্রস্তুতি আরও মজবুত করা যায়। এই পরিদর্শনে নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের সুবিধা, আলোকসজ্জা এবং পরিবেশ রক্ষার বিষয়গুলো বিশেষভাবে খতিয়ে দেখা হয়েছে।
‘মায়ের গমন’ কার্নিভাল শুধু একটি উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐক্য আর উৎসাহের এক মহাসমারোহ। মেয়রের এই তৎপরতা এবং প্রশাসনের সম্মিলিত প্রয়াস এই আয়োজনকে একটি অবিস্মরণীয় অধ্যায়ে পরিণত করতে প্রস্তুত। রাজধানী এখন মুখিয়ে আছে এই সাংস্কৃতিক জোয়ারে সামিল হওয়ার জন্য!
Leave feedback about this