জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র পথ হলো মানসম্মত শিক্ষা—এমনই মন্তব্য করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। শনিবার লেফুঙ্গায় সিনড ফাউন্ডেশন স্কুলের রজতজয়ন্তী (২৫ বছর পূর্তি) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী বলেন, সিনড ফাউন্ডেশন স্কুলের ২৫ বছরের পথচলা শুধুমাত্র একটি বার্ষিকী নয়, এটি শিক্ষা, শৃঙ্খলা ও সর্বাঙ্গীণ বিকাশের এক গর্বের অধ্যায়। তিনি জানান, এই রজতজয়ন্তী অধ্যবসায়, মূল্যবোধ ও সুদূরপ্রসারী চিন্তার প্রতীক। স্কুলের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের লক্ষ্য ছিল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন, সহমর্মিতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার উপর সমান গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষকদের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে রতন লাল নাথ বলেন, “শিক্ষকরা কেবল জ্ঞানদাতা নন, তাঁরা অভিভাবক, পথপ্রদর্শক ও আদর্শ মানুষ।” শিক্ষকদের ত্যাগ ও নিষ্ঠার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, গত ২৫ বছরে এই বিদ্যালয় শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ থাকেনি, বরং ঐক্য, অন্তর্ভুক্তি ও সামাজিক সম্প্রীতির পরিবেশ গড়ে তুলে ত্রিপুরার বহুত্ববাদী সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই ভবিষ্যতের বিজ্ঞানী, শিল্পী, চিকিৎসক, ক্রীড়াবিদ, নেতা ও উদ্ভাবক। সাফল্য শুধু নম্বরের উপর নির্ভর করে না; শিক্ষা, জীবনযাপন ও কর্মের মধ্যে ভারসাম্যই প্রকৃত সাফল্যের চাবিকাঠি।
জীবনকে একটি খাতার সঙ্গে তুলনা করে তিনি বলেন, খাতার প্রথম ও শেষ পাতা ঈশ্বর লিখে দেন, মাঝের ফাঁকা পাতাগুলো ভালোবাসা, ঐক্য ও অর্থবহ কর্মে পূরণ করতে হয় আমাদেরই। ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ, ব্যর্থতাকে ভয় না পাওয়া এবং নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখার আহ্বান জানান তিনি। স্বামী বিবেকানন্দের উক্তি উল্লেখ করে বলেন, “সমস্ত শক্তি তোমাদের মধ্যেই নিহিত, তোমরা যা চাইবে তাই করতে পারবে।”
সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যকলাপ দলগত কাজ, শৃঙ্খলা, নেতৃত্ব, জয়ে বিনয় এবং পরাজয়ে সাহস শেখায়। সুস্থ শরীর ও প্রখর মনের সমন্বয়েই একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে ওঠে।
শেষে তিনি ছাত্রছাত্রীদের শিক্ষকদের সম্মান করতে, বন্ধুদের পাশে দাঁড়াতে, বড় স্বপ্ন দেখতে এবং সততার সঙ্গে পরিশ্রম করার আহ্বান জানান।
তিনি বলেন, “তোমাদের ভবিষ্যৎ ভাগ্য নয়, নির্ধারণ করবে তোমাদের কঠোর পরিশ্রম।”


Leave feedback about this