2025-07-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

মর্মান্তিক যান দুর্ঘটনায় ১১ বছরের নাবালকের মৃত্যু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মর্মান্তিক যান দুর্ঘটনায় ১১ বছরের নাবালকের মৃত্যু। ঘটনা মেলাঘর থানার অন্তর্গত পুয়াংবাড়ি এলাকায়। মৃত নাবালকের নাম রাজেশ দাস, তার বাড়ি নলছড় পুয়াংবাড়ি এলাকায়। জানা যায় শনিবার দুপুরে পুয়াংবাড়ী বাজার সংলগ্ন এলাকায় একটি বালু বোঝাই গাড়ি দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ১১ বছরের নাবালক রাজেশকে সজোরে ধাক্কা দেয় এবং তার উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয়।

ফলে ঘটনাস্থলেই রাজেশ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, এই ঘটনায় তার দেহটি একেবারে থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটি ভেঙে তছনছ করে দেয় এবং ঘাতক গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথকে আটক করে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত রাজেশ দেবনাথের দেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

তারপর ঘাতক গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মৃত রাজেশ দেবনাথ তার মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। আজ ছিল বিয়ের দিন। বাড়ির সবাই যখন জল ভরতে যায় তখন সেই সেখানে যাচ্ছিল। আর তখনই এই মর্মান্তিক ঘটনা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service