2025-10-08
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ময়দা–চিনি–সুজিতে ভরপুর উৎসবের ঝুলি, রেশন কার্ডে মিলছে বিনামূল্যে সামগ্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- শারদোৎসব ২০২৫ উপলক্ষ্যে রাজ্যবাসীর জন্য বিশেষ উপহার ঘোষণা করল রাজ্য সরকার। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত রেশন কার্ডধারী ভোক্তাদের সম্পূর্ণ বিনামূল্যে উৎসবকালীন বিশেষ রেশন সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রকল্পের আওতায় প্রত্যেক রেশন কার্ডে ২ কেজি ময়দা, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে।

এই কর্মসূচির অংশ হিসেবে আজ আগরতলার মিলন চক্র এলাকার ন্যায্য মূল্যের দোকান নং ১৪৮-এ রেশন কার্ডধারী ভোক্তাদের হাতে উৎসবের এই বিশেষ সামগ্রী তুলে দেন রাজ্যের খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, শারদোৎসবকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি পরিবারে আনন্দ ও উৎসবের ছোঁয়া পৌঁছে দিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

মন্ত্রী আরও বলেন, “উৎসবের মরসুমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রাজ্যজুড়ে ধাপে ধাপে প্রতিটি রেশন দোকান থেকে এই সামগ্রী বিতরণ করা হবে, যাতে কেউ বাদ না পড়েন।”

রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। অনেকেই জানিয়েছেন, এই উদ্যোগে উৎসবের সময় গৃহস্থালির খরচে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service