2025-12-23
Ramnagar, Agartala,Tripura
দেশ

মধ্যপ্রদেশের ২৩‍০টি বিধানসভা কেন্দ্রে প্রকাশিত খসড়া ভোটার তালিকা

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ মধ্যপ্রদেশের সমস্ত ২৩‍০টি বিধানসভা কেন্দ্রে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটারদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে তাঁরা নিজেদের নাম অন্তর্ভুক্ত করা, সংশোধন করা অথবা অপ্রয়োজনীয় নাম বাতিলের আবেদন জানাতে পারবেন।

জানা যায় আজ সকাল ১০টা থেকে রাজ্যের সব ভোটকেন্দ্রে খসড়া ভোটার তালিকা উপলব্ধ করা হয়েছে। ভোটাররা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে তালিকায় নিজেদের নাম যাচাই করতে পারবেন। জবলপুর জেলায় বুথ লেভেল অফিসার (বিএলও) অনিল কেওয়াত এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ডুপ্লিকেট নামগুলি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যেসব নাগরিকের নাম তালিকায় নেই, তাঁরা প্রয়োজনীয় নথিপত্রসহ দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন।

দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ তারিখ ২২ জানুয়ারি ২০২৬। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ ফেব্রুয়ারি ২০২৬।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service